রাঙামাটিতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের তত্ত্বাবধানে ৪০টি পরিবারের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করে
ছবি: আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী রোববার সকালে রাঙামাটি রিজিয়নের আওতাধীন বিলাইছড়ি জোনের তত্ত্বাবধানে গরিব ও দুস্থ ৪০টি পরিবারের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করে। এ ছাড়া কাপ্তাই জোনের ৭ আরই ব্যাটালিয়ন কাপ্তাই এ ২৫ জন গরিব ও দুস্থ ব্যক্তির মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

করোনায় কর্মহীন পার্বত্যাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সেনাবাহিনী নিজেদের রেশনের একটি অংশ বিতরণ করে আসছে। দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে কাঁধে করে পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের মধ্যে পৌঁছে দিচ্ছে খাদ্যসহায়তা; যাতে মানুষ খাদ্যসংকটে না পড়ে। সেনাবাহিনীর এ সহায়তা কার্যক্রম পার্বত্যাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষগুলোর জন্য একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।