রাজধানীতে চলছে সপ্তাহব্যাপী বই উৎসব

রাজধানীর কাঁটাবনের কনকর্ড মার্কেট প্রাঙ্গণে চলছে একুশে বই উৎসব–২০২১। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মূলত এলিফ্যান্ট রোড ও কাঁটাবন এলাকার প্রকাশকদের উদ্যোগেই এই উৎসবের আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, ১ ফেব্রুয়ারি ২০২১ থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এ উৎসব চলবে। তাঁরা বলেন, দেশের অনেক শিল্পকে সরকার নানাভাবে করোনার জন্য ক্ষতিপূরণ বা অর্থনৈতিকভাবে সাহায্য-সহযোগিতা করেছে। কিন্তু প্রকাশনাশিল্প–সংশ্লিষ্ট ব্যক্তিরা রাষ্ট্রীয় কোনো প্রণোদনার অন্তর্ভুক্ত হননি। এমন পরিস্থিতিতে একরকম বাধ্য হয়েই তাঁরা নিজেদের প্রকাশিত বই বিপণনের উদ্যোগ নিয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকেরা বলেন, তাঁদের অভিপ্রায় ও প্রচেষ্টা হলো বই সবার হাতের নাগালে নিয়ে আসা। তেমনি নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে প্রকাশনার গুণগত মানও উন্নত করা। তাঁদের প্রত্যাশা, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স প্রকৃত অর্থেই খুচরা ও পাইকারি বইয়ের জন্য নির্ভরযোগ্য বইয়ের বাজার হিসেবে গড়ে উঠুক।