রাজধানীতে ভবন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর মেরুল বাড্ডায় একটি বাড়ির জুয়ার আসর থেকে পালানোর সময় ভবন থেকে পড়ে গিয়ে মো. ইউনুস (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। সোমবার রাতে পুলিশ আসার খবর পেয়ে জুয়ার আসর থেকে পালাতে গিয়ে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, ইউনুস সপরিবারে মেরুল বাড্ডার নিমতলী এলাকায় থাকতেন। সোমবার রাত ৯টার দিকে ইউনুস তার বাড়ির পাশে একটি বাড়ির জুয়ার আসরে যান। একপর্যায়ে পুলিশ আসছে শুনতে পেয়ে তিনি ওই বাড়ির তৃতীয় তলার পেছনের পানির পাইপ বেয়ে নামতে গিয়ে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. ইউনুসের বাড়ি মাদারীপুর সদর উপজেলার শেখপুর মোল্লাহকান্দি চন্দরশাহ গ্রামে। তার পিতা মো. হাকিম ব্যাপারী। ইউনুসের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

ইউনুসের ভাতিজা মো. ফারুক হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চাচা জুয়ার আসরের পাশে বসেছিলেন। তিনি জুয়া খেলেননি। ফারুক হোসেন আরও জানান, জুয়ার আসরে থাকা লোকজনের কাছে তিনি শুনেছেন পুলিশ আসার খবর শুনে তার চাচা পালাতে গিয়ে পড়ে যান।

সোমবার রাতে বাড্ডা থানার পরিদর্শক (অভিযান) ইয়াসিন গাজী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ রাতে মেরুল এলাকায় গিয়েছিল। কিন্তু ওই ভবনে যায়নি। তবে ওই ভবনে জুয়ার আসর বসত বলে জানতে পেরেছেন। সেখান থেকে এক ব্যক্তি পালাতে গিয়ে পড়ে মারা গেছেন বলে শুনেছেন।