রাজধানীর যাত্রাবাড়ীতে উড়ালসড়কে বাসচাপায় একজন নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ উড়াল সড়কে বাস চাপায় একজন নিহত হয়েছেন। ঘটনার পর উড়াল সড়কে পড়ে ছিল বাসের জানালার ভাঙা কাচের টুকরো। ছবি: আসাদুজ্জামান
রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ উড়াল সড়কে বাস চাপায় একজন নিহত হয়েছেন। ঘটনার পর উড়াল সড়কে পড়ে ছিল বাসের জানালার ভাঙা কাচের টুকরো। ছবি: আসাদুজ্জামান

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কে বাসচাপায় একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে।

স্থানীয় লোকজন বলছেন, যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের শনির আখড়া অংশে শ্রাবণ পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, নিহত লোকটি সড়ক বিভাজকের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাসটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়।

সরেজমিনে দেখা গেছে, রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়। যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিক প্রথম আলোকে বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন বাসের চালককে মারধর করে। মারধরের পর বাসচালককে অচেতন অবস্থায় বাসের ভেতর শুয়ে থাকতে দেখা গেছে। তবে পুলিশ তাঁর নাম জানাতে পারেনি।

ঘটনাস্থলে উপস্থিত যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখন জানা যায়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে।