রাজশাহীতে নৌকাডুবি: ২ লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৭

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীতে নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তিদের ভেতর থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে পদ্মা নদীর চারঘাট এলাকা থেকে একজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ যাঁর লাশ উদ্ধার করা হয়েছে, তাঁর নাম মনি খাতুন। তিনি কনে সুইটি খাতুনের চাচি। মোট ৪১ যাত্রী মধ্যে এখনো নিখোঁজ সাতজন। এ নিয়ে লাশ উদ্ধার হয়েছে দুটি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার সময় শহরের শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। রাজশাহী মহানগর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ আজ সকালে প্রথম আলোকে বলেন, দুই নৌকায় মোট ৪১ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে কনেসহ এখন পর্যন্ত সাতজন যাত্রী নিখোঁজ। তাঁরা হলেন কনে সুইটি খাতুন, তাঁর চাচা শামীম, চাচাতো বোন রোশনী, দুলাভাই রতন, খালা আঁখি খাতুন, ফুফাতো বোন রুবাইয়া ও খালাতো ভাই এখলাস।

উদ্ধারকাজে ঢাকা থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি দল রাজশাহীতে পৌঁছেছে। তারা রাজশাহী মহানগর পুলিশের সঙ্গে পদ্মা নদীতে এখন উদ্ধার অভিযান চালাচ্ছে।

গতকাল রাজশাহীর পবা উপজেলার খিদিরপুরে বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার সময় রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। জীবিত অবস্থায় বরকে উদ্ধার করা হয়েছে। তাঁর নাম রুমন আলী।