রাজৈরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, পুলিশ বলছে 'ডাকাত'

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাদারীপুরের রাজৈরে উজ্জ্বল শেখ (৪৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের হাসানকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। ডাকাতদের অন্তর্কোন্দলের জেরে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে।

উজ্জ্বল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননিখির ইউনিয়নের মহিষতলী গ্রামের আমির শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে হাসানকান্দি এলাকার একটি পুকুরপাড়ে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

মাদারীপুরের রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘উজ্জ্বলের মাথায় দুটি গুলি লেগেছে। এ কারণের তাঁর মৃত্যু হয়। লাশ উদ্ধার হওয়ার পরে তাঁর নাম যাচাই–বাছাই করে আমরা জানতে পেরেছি, মাদারীপুর, গোপালগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলায় তাঁর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে সাতটি মামলা রয়েছে। রাজৈর থানায় তাঁর বিরুদ্ধে দুটি ডাকাতির মামলা আছে। আমরা নিহত ব্যক্তির এই ঘটনাটি বিশেষভাবে তদন্ত শুরু করেছি।’

হাসানকান্দি এলাকার পুকুরপাড়ে লাশ পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘সাধারণত ডাকাতেরা নিজেদের এলাকায় ডাকাতি করে না। পার্শ্ববর্তী এলাকায় গিয়ে ডাকাতি করে। হাসানকান্দি এলাকায় ইতালিপ্রবাসী থাকায় এখানে এর আগেও অনেকবার ডাকাতির ঘটনা ঘটেছে। সাধারণত রাতের বেলায় এই এলাকায় ডাকাতদের আনাগোনা থাকে। আমরা ধারণা করছি, গতকাল রাতে এই এলাকায় ডাকাতেরা ডাকাতি করার পরিকল্পনা করে। ডাকাতদের নিজেদের মধ্যে অন্তর্কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে আমরা ধারণা করছি।’