রামু ও চট্টগ্রামে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করলেন সেনাবাহিনীর প্রধান
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ রোববার ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার অঞ্চল এবং ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম অঞ্চল পরিদর্শনকালে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতিবছরের মতো এ বছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও ত্রাণসামগ্রী বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর প্রধান পর্যটননগরী কক্সবাজারের রামু রাবার বাগান এলাকায় ৫০০ জন এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় ২০০ জন হতদরিদ্র ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করেন।
এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
রামু ও চট্টগ্রাম অঞ্চল পরিদর্শনের সময় সেনাপ্রধানের সঙ্গে ১০ ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডাররা ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।