রিট খারিজ, জাবির দর্শন বিভাগে শিক্ষক নিয়োগে বাধা নেই

হাইকোর্ট
ফাইল ছবি

ভার্চ্যুয়াল মৌখিক পরীক্ষার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগে ছয়জন প্রভাষক (অস্থায়ী) নিয়োগ কার্যক্রমের বৈধতা নিয়ে করা পৃথক রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এই আদেশ দেন। এর ফলে শিক্ষক নিয়োগে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন জাবির দর্শন বিভাগের চেয়ারম্যানের আইনজীবী অরবিন্দ কুমার রায়।

আইনজীবী সূত্রের তথ্যমতে, জাবির দর্শন বিভাগে ছয়জন প্রভাষক নিয়োগসহ আটটি বিভাগে নিয়োগের জন্য গত ১১ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দর্শন বিভাগে নিয়োগের জন্য খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ৭ জুন ভার্চ্যুয়াল মৌখিক পরীক্ষা আহ্বান করা হয়। এ অনুসারে ১২ জুন ওই পরীক্ষা হয়। এ অবস্থায় ওই বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে দর্শন বিভাগে শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত চেয়ে বিভাগটির চারজন শিক্ষক ও শিক্ষক পদের দুজন প্রার্থী পৃথক রিট করেন।

দুটি রিটের শুনানিতে ১৫ জুন হাইকোর্ট শিক্ষক নিয়োগ কার্যক্রম রোববার পর্যন্ত রাখতে বলেন। সেদিন বিশ্ববিদ্যালয়ের আইনজীবীর উদ্দেশে আদালত এ কথা বলেন। একই সঙ্গে ২০ জুন আদেশের জন্য দিন রাখেন। তার ধারাবাহিকতায় আজ শুনানি নিয়ে আদালত রিট দুটি সরাসরি খারিজ করে আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক ও সৈয়দা নাসরিন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী কুমার দেবুল দে। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। দর্শন বিভাগের চেয়ারম্যানের পক্ষে শুনানি করেন আইনজীবী অরবিন্দ কুমার রায়।