‘রেল পানি’ সরবরাহ আপাতত বন্ধ

বোতলজাত পানিপ্রতীকী ছবি

রেলের নিজস্ব ব্র্যান্ডের বোতলজাত পানি ‘রেল পানি’র বিক্রি সাময়িক বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডাস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে এই পানি পরীক্ষার পর বাজারজাত করা হবে।

রোববার রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রেল পানি’ চালু করার লক্ষ্যে রেলওয়ে সম্প্রতি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে শ্যামলী ফুড অ্যান্ড বেভারেজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। বিষয়টি নিয়ে কিছু গণমাধ্যম সঠিক তথ্য যাচাই-বাছাই না করে মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ করে।

রেলপথ মন্ত্রণালয় বলেছে, পানির গুণগত মান পরীক্ষার জন্য বিএসটিআই ও বুয়েটের কাছে নমুনা পাঠানো হয়েছে। এই পানির বাজারজাতকরণ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন রেলওয়ে অবহিত হয়ে এর বিক্রি বন্ধ রেখেছে।

১ অক্টোবর থেকে ট্রেনে ‘রেল পানি’ নামে নতুন ওই বোতলজাত পানি সরবরাহ শুরু করে রেলওয়ে।