রেহেনার ছোট্ট জামাটি চরম নিষ্ঠুরতার সাক্ষী

মায়ের কোল থেকে চার মাসের শিশু রেহেনাকে ছিনিয়ে নিয়ে ১৯৭১ সালে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এই জামাটি সেদিন গায়ে ছিল শিশুটির। এখন মুক্তিযুদ্ধ জাদুঘরে জামাটি প্রদর্শিত হচ্ছে l ছবি: হাসান রাজা
মায়ের কোল থেকে চার মাসের শিশু রেহেনাকে ছিনিয়ে নিয়ে ১৯৭১ সালে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এই জামাটি সেদিন গায়ে ছিল শিশুটির। এখন মুক্তিযুদ্ধ জাদুঘরে জামাটি প্রদর্শিত হচ্ছে l ছবি: হাসান রাজা

বুকের ওপর সোনালি বর্ডার দেওয়া সবুজ রঙের হাতাকাটা ছোট্ট একটি জামা। ১৯৭১ সালের ৩০ এপ্রিল এই জামাটিই পরে ছিল চার মাসের শিশু রেহেনা। রেহানার কোনো ছবি নেই, থেকে গেছে শুধু জামাটি। এটি এখন পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুরতার চূড়ান্ত সাক্ষী।
রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে লোহার প্যাঁচানো সিঁড়ি দিয়ে দোতলায় উঠলে শুরুতে চার নম্বর কক্ষ। এখানেই রাখা রেহেনার জামাটি। দর্শনার্থীরা ঘুরে ঘুরে মুক্তিযুদ্ধের নানা স্মৃতিচিহ্ন দেখতে দেখতে এই একটি নিদর্শনের সামনে এসে থমকে যান। অনেকের চোখের পানি আটকে রাখা কঠিন হয়ে পড়ে।

খুলনার দিঘলিয়া থানার সেনহাটি গ্রামের ঘটনা। বাড়ির পাশের জঙ্গলে মেয়েকে নিয়ে আরও অনেকের সঙ্গে লুকিয়ে ছিলেন মা। রাজাকারদের সহায়তায় পাকিস্তানি বাহিনীর সেনারা তাদের সেখান থেকে ধরে আনে। মায়ের কোল থেকে ছিনিয়ে নেয় রেহেনাকে। আছড়ে ফেলে বাড়ির উঠানে। তারপর বুটের তলায় পিষে মেরে ফেলে একরত্তি শিশুটিকে। কারণ, রেহানার বাবা আবদুস সালাম গেছেন মুক্তিযুদ্ধে।
রক্তে-মাংসে মাখামাখি হয়ে গিয়েছিল সেই জামা। পরে এই জামা ধুয়ে পরিষ্কার করে ছবির মতো করে কাচের ফ্রেমে বাঁধিয়ে রেখেছিলেন বাবা।
মার্চের শুরুতেই যুদ্ধে গিয়েছিলেন আবদুস সালাম। সম্মুখ সমরে ছিলেন ৯ নম্বর সেক্টরে। ঘটনার দিন রাজাকাররা পাকিস্তানি সেনাদের নিয়ে এসেছিল তাঁর বাড়িতে। রাজাকাররাই লুকিয়ে থাকা তাঁর বাড়ির লোকদের ধরে আনে ঘাতকদের সামনে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের গ্যালারি পরিদর্শক লিনা সরকার জানান, অনেকেই এখানে এসে থমকে দাঁড়ান। ঘটনার বিবরণ পড়ে ও ভিডিও ক্লিপে আবদুস সালামের কথা শুনে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
পাশেই পাঁচ নম্বর কক্ষটিতে আছে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ। সেখানে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি তির-ধনুক, দা, ছুরি এসবও রয়েছে। এই ঘরের পশ্চিম পাশের দেয়ালে আটকানো একটি লম্বা দা। ‘সকিনার দা’ নামে বিখ্যাত। করিমগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সখিনা (যিনি ঘটকী বেগম নামে অধিক পরিচিত) এই দা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধে। দায়ের পাশে লেখা তথ্য জানাচ্ছে সকিনাকে এই দাটি দিয়েছিলেন তাঁর কোম্পানি কমান্ডার আবদুল মুতালিব মিয়া। ঘাতক বাহিনীর দোসর পাঁচ রাজাকারকে এই দা দিয়ে কুপিয়েছিলেন সকিনা।
শেষ অর্থাৎ ছয় নম্বর কক্ষে আছে শহীদ বুদ্ধিজীবীদের নিদর্শন। ঢাকার মুসলিম বাজার বধ্যভূমি থেকে উদ্ধার করা গণহত্যার শিকার বাঙালির করোটি-কঙ্কাল, হানাদারদের আত্মসমর্পণের নিদর্শন।

রেহেনার জামা কেমন করে সংগ্রহ হলো, তা বললেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক: ‘জাদুঘরের কাজ শুরু করার আগে আমরা নিদর্শন সংগ্রহের জন্য দেশের বিভিন্ন জেলায় সমাবেশ করেছিলাম। খুলনায় ১৯৯৬ সালে এমনি এক সমাবেশে এসেছিলেন মুক্তিযোদ্ধা আবদুস সালাম। সমাবেশের পর তিনি প্রায় ২৫ বছর বুকে আগলে রাখা মেয়ের জামাটি আমাদের হাতে তুলে দেন। সেদিন আমরা খুবই আপ্লুত হয়েছিলাম। এটি আমাদের প্রথম দিকের সংগ্রহ। এখানে যে গণহত্যা চালানো হয়েছিল, অবোধ শিশুরা পর্যন্ত যে সেই বর্বরতা থেকে রেহাই পায়নি, এই জামা তার বড় প্রমাণ।’