রোহিঙ্গা ক্যাম্পের চারপাশের কাঁটাতারের বেড়া সরানোর আহ্বান

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের চারপাশের কাঁটাতারের বেড়া সরানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাবেক বিশেষ দূতসহ কয়েকজন খ্যাতিমান মানবাধিকারকর্মী
ছবি: রিমুভ দ্য ফেন্স

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের চারপাশের কাঁটাতারের বেড়া অবিলম্বে সরিয়ে ফেলতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমার–বিষয়ক জাতিসংঘের সাবেক বিশেষ দূতসহ কয়েকজন খ্যাতিমান মানবাধিকারকর্মী।

এক যৌথ বিবৃতির মাধ্যমে এই আহ্বান জানানো হয়। ‘রিমুভ দ্য ফেন্স’ ক্যাম্পেইন নামের সংগঠনের পক্ষ থেকে আজ মঙ্গলবার এ যৌথ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিদাতাদের সঙ্গে সমন্বয় করে তারা এটি দিয়েছে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার পর লোকজন বের হওয়ার চেষ্টা করলে কাঁটাতারের বেড়ার কারণে আটকে যায়।

বিবৃতিতে বলা হয়, গত ২২ মার্চ কুতুপালং শিবিরের অংশবিশেষে আগুন লাগে। এতে ১৫ জন নিহত হয়। ৫০ হাজারের বেশি মানুষের ঘর আগুনে পুড়ে গেছে।

মিয়ানমার–বিষয়ক জাতিসংঘের সাবেক বিশেষ দূত ইয়াংহি লি বলেন, যেখানে মানুষ বসবাস করে, তার চারপাশে কাঁটাতারের বেড়া নির্মাণের পক্ষে কোনো যুক্তিই থাকতে পারে না।

রিফিউজিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এরিক শোয়ার্জ বলেন, বাংলাদেশ সরকারের উচিত অবিলম্বে এই বেড়া অপসারণ করা।

বিবৃতিদাতাদের মধ্যে আরও রয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী ও অধিকারকর্মী শহিদুল আলম, শিল্পী ও অধিকারকর্মী আই ওয়েই, অধ্যাপক ফিলিপ স্যান্ডস, আইনজীবী মেগান হার্স্ট প্রমুখ।

বিবৃতির ভাষ্য, নিরাপত্তাজনিত উদ্বেগের অজুহাতে ২০১৯ সালের সেপ্টেম্বরে এই বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে বাংলাদেশ। এ বেড়া নির্মাণের উদ্দেশ্য রোহিঙ্গা শরণার্থীদের চলাচল শিবির এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখা। ২০২১ সালের শুরুর দিকে বেড়া নির্মাণের ৮০ শতাংশ কাজ শেষ হয়।