লকডাউনে চসিকের জরুরি সেবা চালু থাকবে: মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী
ফাইল ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, লকডাউনের সময় সিটি করপোরেশনের জরুরি সেবা চালু থাকবে। বিশেষ করে পরিচ্ছন্নতা কার্যক্রম, আলোকায়ন, রাস্তা সংস্কার, হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা অব্যাহত থাকবে।

নগরের টাইগারপাসে আজ রোববার সকালে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন রেজাউল করিম। করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে করণীয় বিষয়ে বিভাগীয় ও শাখা প্রধানদের সঙ্গে এ সভা করেন মেয়র।

এ সময় লকডাউনকে সাধারণ ছুটি মনে করার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেন মেয়র রেজাউল করিম। তিনি বলেন, করোনা নিয়ে এবার অবহেলার সুযোগ নেই। আগেও অবহেলা করা হয়েছিল।

বর্ষা মৌসুম শুরুর আগে পানিনিষ্কাশনের প্রতিবন্ধকতা অপসারণ এবং নালা-নর্দমা ও খালের আবর্জনা অপসারণের কাজ চলমান থাকবে বলে জানান মেয়র।