লকডাউনে বন্ধ ভারতীয় ভিসা সেন্টার

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে ভারতীয় হাইকমিশনের সব ভিসা সেন্টার বন্ধ থাকবে। তবে জরুরি ভ্রমণের আবেদন লকডাউনের সময়ও বিবেচনা করা হবে।

ভারতীয় হাইকমিশনের আজ বুধবার এক টুইট বার্তায় এ কথা জানানো হয়েছে।
সরকার কাল ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে। এই পরিপ্রেক্ষিতে ভারতীয় হাইকমিশন সারা দেশে তাদের ভিসা সেন্টারগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

জরুরি ভ্রমণ, বা চিকিৎসা সংক্রান্ত ভ্রমণের জন্য যেকোনো তথ্য জানতে [email protected] বা ০৯৬১২৩৩৩৬৬৬ ও ০৯৬১৪৩৩৩৬৬৬ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে হাইকমিশনের টুইট বার্তায়।