লক্ষ্মীপুরে জ্বর-শ্বাসকষ্টে দুই শিশুর মৃত্যু, ৩ পরিবার লকডাউন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত দুই শিশু মারা গেছে। এর মধ্যে আজ শনিবার সকালে জ্বর নিয়ে চার বছর বয়সের এক শিশু মারা গেছেন। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় শ্বাসকষ্ট ও কাশিতে আক্রান্ত দুই বছর দুই মাস বয়সের অপর এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই প্রশাসন তিনটি পরিবারকে লকডাউন করে দেয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের শনাক্তকরণের পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করে ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইসিডিআর) পাঠানো হবে।

এ বিষয়ে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুই বছর দুই মাস বয়সের শিশুর শ্বাসকষ্ট ও কাশি ছিল। দুদিন আগে শিশুটির শ্বাসকষ্ট ও কাশি বেড়ে যায়। পরে গতকাল খিঁচুনি শুরু হওয়ায় ও শ্বাসকষ্টে সে মারা যায়। এ ছাড়া চরমার্টিন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চার বছর বয়সের আরেক শিশু জ্বরে আক্রান্ত ছিল। আজ সকালে তাকে নোয়াখালী সদর হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়। এক মাস আগ থেকেই তার জ্বর ছিল।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, ‘তোরাবগঞ্জে একটি শিশু শ্বাসকষ্টে মারা গেছে। এ কারণে স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে তাদের বাড়ির তিনটি পরিবারকে লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব কটি পরিবার লকডাউনে থাকবে। আর অন্য শিশুটি মারা যাওয়ার বিষয়টি শুনেছি। পুলিশ ও স্বাস্থ্য বিভাগের লোকজন ওই শিশুর বাড়িতে আছেন। এখনো ওই এলাকা লকডাউনের সিদ্ধান্ত হয়নি।’

এ বিষয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের প্রথম আলোকে বলেন, ওই দুই শিশুর জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। তবে শিশু দুটি করোনাভাইরাসে আক্রান্ত ছিল কি না, তা বলা যাচ্ছে না। তাদের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। শিগগিরই তাদের নমুনা আইইসিডিআরে পাঠানো হবে।’