লাঙ্গলে ভোট চাইলেন চিত্রনায়ক সোহেল রানা

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী কাজী মশিউর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান চিত্রনায়ক সোহেল রানা। ছবি: প্রথম আলো
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী কাজী মশিউর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান চিত্রনায়ক সোহেল রানা। ছবি: প্রথম আলো

লাঙ্গল প্রতীকে ভোট চাইলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা। বুধবার গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী কাজী মশিউর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে সবার কাছে ভোট চান সোহেল রানা।

গোবিন্দগঞ্জ পৌরসভা ও উপজেলার নাকাইহাট, হরিরামপুর, রথের বাজার, রাখালবুরুজ, ফুলবাড়িসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন সোহেল রানা। এ সময় জাতীয় পার্টির প্রার্থী কাজী মশিউর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক, পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল কালামসহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ সীমান্ত চাঁপরীগঞ্জে পৌঁছালে উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা চিত্রনায়ক সোহেল রানাকে ফুলেল শুভেচ্ছা জানান। গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে এক পথসভায় সোহেল রানা বলেন, ‘সাধারণ মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। সারা দেশে লাঙ্গলের জনপ্রিয়তা বেড়েছে। আপনারাও লাঙ্গলে ভোট দেবেন। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হবে।’

এ সময় জাতীয় পার্টির প্রার্থী কাজী মশিউর রহমান বলেন, এই আসনে ১৯৭৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০টি নির্বাচনে আওয়ামী লীগ দুইবার, বিএনপি দুইবার, জাতীয় পাটি তিনবার, স্বতন্ত্র পার্টি দুইবার ও জাসদ প্রার্থী একবার নির্বাচিত হন। এর মধ্যে ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় পার্টির লুৎফর রহমান চৌধুরী নির্বাচিত হন। এবার আমি জাতীয় পার্টির প্রার্থী হয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে আশা করি আসনটি পুনরুদ্ধার করতে পারব।’

উল্লেখ্য, নৌকা প্রতীক নিয়ে আসনটিতে নির্বাচন করছেন আওয়ামী লীগের মনোয়ার হোসেন চৌধুরী।