লালপুরে খাদ্যগুদাম কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

নাটোর জেলার মানচিত্র
প্রথম আলো

কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নিরাপত্তারক্ষীর কক্ষে সরকারি গম রাখায় নাটোরের লালপুর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রক। জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্রলাল চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত রফিকুল ইসলামকে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে রফিকুল ইসলাম বলেন, ইতিমধ্যেই তিনি নোটিশের জবাব দিয়েছেন। আজ রোববার নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার খাদ্য নিয়ন্ত্রকদের সমন্বয়ে গঠিত তদন্ত দল তাঁর কার্যালয়ে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করে গেছে।

এর আগে রফিকুল ইসলাম ২০০ বস্তা সরকারি গম নিরাপত্তারক্ষীর বাসায় সরিয়ে রেখেছেন, এমন অভিযোগের খবর পাওয়া যায়। গত শুক্রবার দুপুরে ওই নিরাপত্তারক্ষীর বাসায় অভিযান চালিয়ে ২০০ বস্তা সরকারি গম উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের উপস্থিতিতে উদ্ধার করা গম খাদ্যগুদামে স্থানান্তর করা হয়।

এদিকে বৃহস্পতিবার রাতে স্থানীয় সাংসদ শহিদুল ইসলামের বাড়িতে আটকে রেখে আট লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শুক্রবার বাগাতিপাড়া থানায় মামলা করেন রফিকুল। ওই মামলায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ কর্মী মো. রাসেল ও মো. কালামের পক্ষে আজ দুপুরে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।