লালমনিরহাটে যুবকদের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদকবিরোধী সমাবেশে এলাকাকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করতে শপথ নেন এলাকাবাসী। ছবি: লেখক
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদকবিরোধী সমাবেশে এলাকাকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করতে শপথ নেন এলাকাবাসী। ছবি: লেখক

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদকবিরোধী সমাবেশে এক ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করছে স্থানীয় যুবকেরা। গ্রামকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করতে গ্রামবাসী শপথ নেন।

গত বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাতে উপজেলার সারপুকুর কালীবাড়ি মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বপ্নময় একতা সংঘের ব্যানারে স্থানীয় যুবকেরা গ্রামীণ নারী-পুরুষদের মাঝে মাদক ও বাল্যবিবাহের কুফল তুলে ধরতে এ সমাবেশের আয়োজন করেন। সারপুকুর মাস্টারপাড়ার অধিকাংশ মানুষ বিড়ি তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। এদের মাঝে বাল্যবিবাহের প্রবণতাও বেশি। একই সঙ্গে দারিদ্র্য ও অজ্ঞতার কারণে এ গ্রামে মাদকের প্রবণতাও অনেক বেশি। গ্রামের মানুষকে মাদক ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করতে গ্রামের যুবকেরা মাদকবিরোধী এ সমাবেশের আয়োজন করে।

সারপুকুর কালীবাড়ি মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বীরেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আদিতমারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজের প্রভাষক কৃষিবিদ হযরত আলী, ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন রোকন, সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান, সাবেক চেয়ারম্যান মনসুর আলী, ব্যবসায়ী সন্তোষ কুমার রায়, স্বপ্নময় একতা সংঘের সভাপতি আবদুল হাকিম প্রমুখ।

সমাবেশ শেষে শিল্পী নিঝুমের একক পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।