লালমনিরহাটে ২ স্বাস্থ্যকর্মীসহ ৯ জনের করোনা শনাক্ত

লালমনিরহাটের আদিতমারী ও হাতীবান্ধা উপজেলায় দুই স্বাস্থ্যকর্মীসহ নতুন করে নয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন লালমনিরহাট জেলা সিভিল সার্জন নির্মলেন্দু রায়।

স্বাস্থ্যকর্মী দুজনের একজন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার। অপরজন একই হাসপাতালের কুষ্ঠ ও যক্ষ্মা নমুনা সংগ্রহকারী। এ উপজেলার আরও ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া হাতীবান্ধা উপজেলার ২৩ বছরের এক নারীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

লালমনিরহাট জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় মোট ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার এক বাবা ও তাঁর ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

জেলা পুলিশ জানিয়েছে, করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসার পরিপ্রেক্ষিতে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের একটি গ্রামের ৭টি বাড়ি, পলাশী ইউনিয়নের একটি গ্রামের ৯টি বাড়ি এবং হাতীবান্ধা উপজেলার একটি গ্রামের ২১টি বাড়ি লকডাউন করা হয়েছে।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে খাবার দিতেন। কুষ্ঠ ও যক্ষ্মা নমুনা সংগ্রহকারী ব্যক্তি তাঁর সংস্পর্শে এসে অথবা অন্য কোনোভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।