লিবিয়ায় বাংলাদেশিদের জন্য সার্বক্ষণিক কন্ট্রোল রুম

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস সেখানকার বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশি কর্মীদের সহায়তার জন্য সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করেছে। 

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, গত ২৭ আগস্ট ২০১৮ তারিখে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আকস্মিক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে এবং এ প্রেক্ষিতে রাষ্ট্রীয়ভাবে সতর্কতা জারি করা হয়েছে। চলমান এই ঘটনায় বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তার বিষয়ে সচেষ্ট রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতিমধ্যে দূতাবাসের ফেসবুক পেজে সব বাংলাদেশি প্রবাসীর দৃষ্টি আকর্ষণ করে সতর্কতামূলক একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

বিদ্যমান পরিস্থিতিতে যেকোনো সময়ে বাংলাদেশি কর্মীদের সহায়তাকল্পে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক কন্ট্রোল রুম খুলেছে। কন্ট্রোল রুমের নম্বর: ০০২১৮৯১৩৭৭৬৯১৪,০০২১৮৯১৬৯৯৪২০৭, ০০২১৮৯২৬২৯৯২৭০। ইমেইল: lybialw@yahoo. com, bdtripoli@yahoo. com, ashraful_tax@yahoo. com