শতভাগ যাত্রী নিয়ে আগের ভাড়ায় চলবে যাত্রীবাহী লঞ্চ

আগামীকাল বুধবার থেকে শতভাগ যাত্রী নিয়ে নির্ধারিত ভাড়ায় নৌযান চলাচলের আদেশ জারি করেছে বিআইডব্লিউটিএ
ফাইল ছবি

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে সারা দেশে আরোপিত বিধিনিষেধের মধ্যে ৬০ শতাংশ বেশি ভাড়ায় ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে যাত্রীবাহী নৌযান চলাচলের আদেশটি বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

একই সঙ্গে আগামীকাল বুধবার থেকে আগের নির্ধারিত ভাড়ায় ধারণক্ষমতার শতভাগ যাত্রী নিয়ে যাত্রীবাহী নৌযান চলাচলের আদেশ জারি করেছে বিআইডব্লিউটিএ।

করোনার সংক্রমণ ঠেকাতে গত ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে সারা দেশে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। কঠোর বিধিনিষেধের কারণে অন্যান্য যানবাহনের সঙ্গে বন্ধ হয়ে যায় যাত্রীবাহী নৌযান। এরপর ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্পকারখানা চালুর সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সে সময় শ্রমিকদের ভোগান্তি বিবেচনায় নিয়ে ৩১ জুলাই শনিবার রাত ৮টা থেকে ২ আগস্ট সকাল ১০টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি দেয় বিআইডব্লিউটিএ।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিধিনিষেধ শিথিল করা হলে এক জরুরি বিজ্ঞপ্তিতে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে নৌযান পরিচালনার ঘোষণা দেয় সংস্থাটি। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ২৩ জুলাই সকাল থেকে ৫ আগস্ট পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান (লঞ্চ, স্পিডবোট, ট্রলার ও অন্যান্য) চলাচল বন্ধ রাখা হয়, যা পরবর্তীকালে ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।