শরীয়তপুরে আরও ৩ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শরীয়তপুরের নড়িয়ায় আরও তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ জন। এর মধ্যে নড়িয়ায় চারজন, জাজিরায় তিনজন, সদরের এক পরিবারের তিনজন ও ডামুড্যায় একই পরিবারের তিন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত।

শরীয়তপুরের সিভিল সার্জন আবদুল্লাহ আল মুরাদ আজ শনিবার প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, ১৩ জনের মধ্যে জাজিরার এক ব্যক্তিকে চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১২ জনকে গ্রামের বাড়িতে রেখেই চিকিৎসা সহায়তা দিচ্ছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। ঢাকায় চিকিৎসাধীন ব্যক্তি সুস্থ আছেন।

নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম রাজিব বলেন, নড়িয়ার যে চার ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে তিনজন পুরোপুরি সুস্থ আছেন। এক ব্যক্তি জ্বর নিয়ে ঢাকা থেকে আসেন। তিনি এখন আগের চেয়ে সুস্থ আছেন। বাড়িতেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ১৩ এপ্রিল শরীয়তপুরে প্রথম চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর এই সংখ্যা বাড়তে থাকে। আক্রান্ত ব্যক্তিরা সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে শরীয়তপুরে যান। এর আগে ৪ এপ্রিল নড়িয়ার এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শরীয়তপুর জেলায় এ পর্যন্ত ৩৮৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২৮০ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি। আর ৯১ ব্যক্তির ফলাফল এখনো স্থানীয় স্বাস্থ্য বিভাগে পৌঁছায়নি। করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৩ ব্যক্তির শরীরে।

শরীয়তপুরের সিভিল সার্জন আবদুল্লাহ আল মুরাদ বলেন, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রটোকল অনুযায়ী, ১৪ দিন পর ১২ জনের দ্বিতীয় দফা নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। ওই ফলাফল পাওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে।