শাইখ সিরাজ পেলেন গুসি শান্তি পুরস্কার

শাইখ সিরাজ
শাইখ সিরাজ

ফিলিপাইনের মর্যাদাপূর্ণ গুসি শান্তি পুরস্কার পেয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। টেলিভিশনে তিন দশকের বেশি সময় উন্নয়ন সাংবাদিকতা ও দারিদ্র্য দূরীকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার দেওয়া হলো।
ফিলিপাইনের গুসি পিস প্রাইজ ফাউন্ডেশন এই পুরস্কারের জন্য এ বছর শাইখ সিরাজসহ মোট চারজনের নাম ঘোষণা করেছে। অন্যরা হলেন বেলারুশের সাবেক প্রেসিডেন্ট শিক্ষাবিদ স্তানিস্লাভ শুশকেভিচ, অস্ট্রিয়ার বিজ্ঞানী গুন্থার বন ও চীনের মানবাধিকার ব্যক্তিত্ব হুয়াং জিয়েফু। আগামী ২৫ নভেম্বর ফিলিপাইনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেয়েছেন।
কৃষি ও উন্নয়ন সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে শাইখ সিরাজ এর আগে একুশে পদক এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এ এইচ বুর্মা অ্যাওয়ার্ডসহ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্ধশতাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
শাইখ সিরাজের গণমাধ্যম পেশার সঙ্গে সংযুক্তি সত্তরের দশকে। বাংলাদেশ টেলিভিশনে টানা ১৪ বছর মাটি ও মানুষ অনুষ্ঠান করে তিনি বাংলাদেশের গ্রামীণ জীবনে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেন। বিজ্ঞপ্তি।