শান্তি মিশনে অবদানে বাংলাদেশের প্রশংসা মার্কিন মন্ত্রীর

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় অবদান রাখায় বাংলাদেশের প্রশংসা করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। তিনি বলেছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া কীভাবে গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রদানকারী রাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, সেটার এক উল্লেখযোগ্য উদাহরণ শান্তিরক্ষা মিশন। খবর ইউএনবির।
সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি সংস্থার বার্ষিক বৈঠকে নিশা এ মন্তব্য করেন। গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে পাওয়া তাঁর বক্তৃতার অনুলিপির বরাত দিয়ে এ তথ্য পরিবেশন করা হয়। প্রকাশিত খবর অনুযায়ী তিনি বলেন, ‘শান্তিরক্ষা মিশনে অবদান রাখা শীর্ষ ছয়টি দেশের চারটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপাল। কার্যত জাতিসংঘের মোতায়েন করা মোট শান্তিরক্ষীর এক-তৃতীয়াংশের বেশি এসেছে দক্ষিণ এশিয়া থেকে।’
মানবাধিকার রেকর্ডের কারণে দক্ষিণ ও মধ্য এশিয়ার কিছু দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ উপাদানগুলো জটিলতায় আবর্তিত উল্লেখ করে নিশা দেশাই আরও বলেন, ‘মানবাধিকার রেকর্ড নিয়ে নেতাদের সঙ্গে খোলাখুলি আলোচনায় আমাদের উদ্বেগের কথা বলে যাব। এ ক্ষেত্রে অগ্রগতি আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
বিসওয়াল বলেন, দক্ষিণ এশিয়া ভূমিকম্প, বন্যা, সংক্রামক ব্যাধির মতো যেসব গুরুতর কিছু সমস্যার সম্মুখীন, সেগুলোর ভবিষ্যতের দিকে তাকালে এ বিষয়ে কার্যকর সাড়া দিতে স্থলভিত্তিক বাহিনীর প্রয়োজন পড়বে। এমন পরিস্থিতিতে সেখানে মার্কিন সেনাবাহিনীর শান্তিপূর্ণ ভূমিকার বিষয়টি আলোচনায় এলে তা অত্যুক্তি হবে না।