‘শার্ট সেলাই করে বিশ্বে উচ্চ আসনে পৌছানো সম্ভব না’

সাবেক পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেন
ফাইল ছবি

বিপুল পরিমাণে প্রাকৃতিক সম্পদ না থাকলেও বাংলাদেশের অন্যতম সম্পদ জনশক্তি। মানব সম্পদের ওপর নির্ভর করে বিশ্ব আসরে মর্যাদা অর্জন করতে হবে। শুধুমাত্র শার্ট সেলাই করে একটি দেশ বৈশ্বিক স্তরে উচ্চতর আসনে পৌঁছাতে পারে না। এমনটাই মনে করেন সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন।

গতকাল রোববার সন্ধ্যায় ‘বাংলাদেশ ও বিশ্ব রাজনীতি: ৫০ বছরের পরিক্রমা’ শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধে তৌহিদ হোসেন এ মন্তব্য করেন। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিলিয়া লেকচার সিরিজের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া)।

রাজধানীর বিলিয়া মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে তৌহিদ হোসেন বলেন, ‘ভিয়েতনামের দিকে তাকালে দেখা যাবে, আমাদের মত ভিয়েতনামও শার্ট সেলাই করে। তবে সেটা তাদের রপ্তানির ছোট অংশ মাত্র। আরও নানা ধরনের পণ্য উৎপাদন করে তা রপ্তানি করে দেশটি। অথচ আমরা শার্ট সেলাই করে চলেছি। শুধুমাত্র শার্ট সেলাই করে একটি দেশ বৈশ্বিক স্তরে উচ্চতর আসনে পৌঁছাতে পারবে না।’

আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক-আঞ্চলিক সংগঠনের সঙ্গে কাজ করছে। তবে জাতিসংঘ শান্তি মিশন ছাড়া বৈশ্বিক রাজনীতিতে আমাদের অংশগ্রহণ সীমিত। এ ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়াতে হবে।’

রোহিঙ্গা সংকট নিয়ে সাবেক এ পররাষ্ট্রসচিব বলেন, ‘বন্ধু রাষ্ট্র হিসেবে যাদের বিবেচনা করা হয় রোহিঙ্গা সংকটে তারা বাংলাদেশের পাশে দাঁড়ায়নি। তাই তাদের গুরুত্ব পুনর্মূল্যায়নের সময় হয়েছে। বাংলাদেশকে কৌশলগত ভাবনার ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে।’

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, ‘রোহিঙ্গা সংকটে ভারতকে কাছে পেতে চাইলে, ভারতের জনগণ ও নাগরিক সমাজ থেকে সেই দেশের সরকারের ওপর চাপ আসতে হবে।’

সাবেক রাষ্ট্রদূত ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) প্রেসিডেন্ট হুমায়ুন কবির বলেন, ‘ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে রোহিঙ্গা সমস্যা এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।’

বিলিয়ার চেয়ারম্যান এম আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার সঞ্চালনা করেন বিলিয়ার গবেষণা পরিচালক মিজানুর রহমান।