শাহজালালের নিরাপত্তা নিয়ে বিভ্রান্ত না হতে অনুরোধ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তা ও বিভ্রান্ত না হতে অনুরোধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ বৃহস্পতিবার বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৫ মার্চ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পিস্তল ও গুলি বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের স্ক্যানারে ধরা না পড়ার বিষয়টি সঠিক ও তথ্যভিত্তিক নয়। এ বিষয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বক্তব্য নিতান্তই তার নিজস্ব। তার বক্তব্যর ওপর ভিত্তি করে বিভিন্ন জাতীয় পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির বিষয়ে যেসব সংবাদ ছাপা হয়েছে তা তথ্য ভিত্তিক না। প্রকৃত ঘটনা হলো ইলিয়াস কাঞ্চন তাঁর ব্যাগে থাকা পিস্তলের বিষয়ে কোথায়ও ঘোষণা করেননি।

বেবিচকের বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যান্টি হাইজ্যাক পয়েন্টে চেকিং এর সময় ইলিয়াস কাঞ্চনের ব্যাগে থাকা পিস্তলটি শনাক্ত হয়। তখন দায়িত্ব পালনরত স্ক্যানার ও সুপারভাইজার উঠে এসে তার ব্যাগে অস্ত্র থাকার বিষয়টি জানালে তিনি ভুলক্রমে এটি ল্যাপটপের ব্যাগে নিয়ে এসেছেন মর্মে দুঃখ প্রকাশ করেন। পরে যথাযথ প্রক্রিয়া অনুসরণ পূর্বক পিস্তলটি নভোএয়ারের কাউন্টারে হস্তান্তর করা হয়। বিষয়টি বিভিন্ন টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। শাহজালাল বিমান বন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুসংহত, নিরাপদ ও নির্ভরযোগ্য।