
ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজের মেধাবী শিক্ষার্থী শাহানাজ পারভিন শাওন মস্তিষ্ক, স্পাইনাল কর্ড ও চোখের জটিল অসুখে আক্রান্ত৷ এরই মধ্যে তার এক চোখের আলো নিভে গেছে৷ অপরটিও নিভে যাওয়ার পথে৷ চিকিৎসকেরা বলেছেন, দেশের বাইরে তার উন্নত চিকিৎসার প্রয়োজন৷ এর জন্য দরকার হবে প্রায় ৬০ লাখ টাকা৷ মেয়ের চিকিৎসা করতে গিয়ে সর্বস্বান্ত হয়ে পড়া শাহানাজের দরিদ্র বাবা যশোরের অভয়নগরের নোয়াপাড়ার কাজী আসাদুজ্জামানের পক্ষে এ ব্যয় মেটানো সম্ভব নয়৷ পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি এবং পরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া মেয়েকে সুস্থ করে তুলতে সবার আর্থিক সহায়তা চেয়েছেন তিনি৷ সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর ০০৯৯-১২১-০০০১৪১৩১, ইউসিবি ব্যাংক, বসুন্ধরা শাখা, ঢাকা৷ বিজ্ঞপ্তি৷