শিক্ষককে লাঞ্ছনায় জড়িতদের আগে ‘প্রকাশ্যে জুতার মালা পরাতে হবে’

নড়াইলে শিক্ষককে লাঞ্ছনা ও সাভারে শিক্ষককে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের আয়োজন করা হয়
ছবি: প্রথম আলো

নড়াইলে শিক্ষক লাঞ্ছনা ও সাভারে শিক্ষক হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে শিক্ষককে লাঞ্ছনা ও হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। এসব ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ শিক্ষক সংগঠনগুলোর ভূমিকারও সমালোচনা করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ হয়। ‘শিক্ষকের গলায় জুতার মালা: নৈতিকতার অবক্ষয় ও সাম্প্রদায়িকতার ছড়াছড়ির শেষ কোথায়’ শীর্ষক সমাবেশে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মিহির লাল সাহাও অংশ নেন।

আরও পড়ুন

সমাবেশে মিহির লাল সাহা বলেন, ‘অভিযুক্ত শিক্ষার্থীদের পরিবারের ইতিহাস দেখতে হবে। পরিবার তাঁদের শিক্ষাদানে ব্যর্থ। তাই ঘটনার দায়ভার পরিবারকেও নিতে হবে। এমন সমাজ আমরা চাইনি। বিচারহীনতার সমাজে কখন বিচার হবে? যাঁরা বিচার করবেন, দেখা যায় যে তাঁরাই ঘটনার সঙ্গে যুক্ত। প্রশাসন বলছে, ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। ঘটনায় জড়িত ব্যক্তিদের আগে ধরে প্রকাশ্যে জুতার মালা পরাতে হবে। তাঁদের আগে জুতার মালা পরিয়ে শিক্ষকের সামনে দাঁড় করাতে হবে। এটি হলে বিচারের প্রথম কাজ এগোবে। আজ লজ্জায় মুখ ঢাকতে হচ্ছে যে আমি একজন শিক্ষক।

উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক মিহির লাল শিক্ষক সংগঠনগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি যেখানে সব সময় দেশের পাশে থেকে নেতৃত্ব দিয়েছে, সেখানে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তারা বিবৃতি পর্যন্ত দেয়নি। সব শিক্ষক সমিতির উচিত শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ করা। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, শিক্ষক লাঞ্ছনার দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি কাজল দাস বলেন, সমাজের কতটুকু অবক্ষয় ঘটলে, শিক্ষার্থীরা কোন পর্যায়ে পৌঁছালে শিক্ষককে অপমান করতে পারে! নড়াইলে শিক্ষক লাঞ্ছনা ও সাভারে শিক্ষক হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। যেসব শিক্ষার্থী শিক্ষকদের অপমানিত-লাঞ্ছিত করছে, তাদেরও লাগাম টেনে ধরা উচিত।

হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অতনু বর্মণ বলেন, জাতি গড়ার কারিগর শিক্ষককে আজ জুতার মালা পরানো হচ্ছে, হত্যা করা হচ্ছে। এসব ঘটনায় জাতির বিবেক কলুষিত, হতভম্ব ও বাকরুদ্ধ হয়ে যাচ্ছে।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মার ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইল সদরের এক কলেজছাত্রের পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে ১৮ জুন মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। আর গত শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রের ক্রিকেট স্টাম্পের আঘাতে প্রতিষ্ঠানের শিক্ষক উৎপল কুমার সরকার গুরুতর আহত হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।