শিরীন আখতারের জন্য ভোট চাইলেন আ.লীগ নেতারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী–১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী জাসদের (ইনু) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতারের জন্য ভোট চাইলেন আওয়ামী লীগ নেতারা। গতকাল মঙ্গলবার বিকেলে পরশুরাম উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত নির্বাচনী জনসভায় উন্নয়ন ও শান্তির জন্য নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান নেতারা। 

এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, জেলার সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাংসদ জাহান আরা বেগম এবং ফেনী-১ আসনের প্রার্থী শিরীন আখতার।

এতে সভাপতিত্ব করেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম। সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বাশার মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী, পরশুরাম উপজেলা জাসদের সাধারণ সম্পাদক বাবুল মজুমদার, পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন শরিফ মজুমদার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাদ বিন কাদের প্রমুখ।

আলাউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, পরশুরামের মানুষ শান্তিতে থাকতে চায়, বিএনপিসহ সবাইকে নিয়ে অতীতের মতো সহাবস্থানে থাকতে চায়। নৌকায় ভোট দিলে শেখ হাসিনা পাবেন, এলাকাবাসী পাবে উন্নয়ন। উন্নয়নের স্বার্থে সবাইকে নৌকা মার্কায় শিরীন আখতারকে ভোট দিতে হবে।