শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক
ফাইল ছবি

ছয় মাসের বেশি ও পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশে ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পক্ষকালব্যাপী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন চলবে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, জাতীয় ক্যাম্পেইন চলাকালে কোনো কুচক্রী মহল যাতে নেতিবাচক প্রচার কার্যক্রম চালাতে না পারে, সে জন্য তাঁরা সবার সহযোগিতা চান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সময় শিশুদের ভরা পেটে আনতে হবে। ভিটামিন এ ক্যাপসুল কেটে তা চিপে শিশুদের খাওয়ানো হবে। জোর করে বা কান্নারত অবস্থায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। ছয় মাসের কম বয়সী ও পাঁচ বছরের বেশি বয়সী এবং অসুস্থ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সময় অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে স্বাস্থ্যকেন্দ্রে আসার সময় অভিভাবকেরা মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান করবেন।