শীতে চাদর তৈরির ধুম

বগুড়া সদর উপজেলার কাজী নূরুইল গ্রাম। গ্রামটিতে ১০ থেকে ১২টি পরিবারকেন্দ্রিক তাঁতশিল্প আছে। শীত মৌসুমে পরিবারকেন্দ্রিক তাঁতশিল্পগুলোতে চাদর তৈরি হয়। এ সময় পরিবারের সদস্যরা চাদর তৈরিতে ব্যস্ত সময় পার করেন। দিন-রাত চলে কাজ।

সুতায় ভরা ববিন ডালায় রাখা হয়েছে। ছবি: সোয়েল রানা
সুতায় ভরা ববিন ডালায় রাখা হয়েছে। ছবি: সোয়েল রানা
তানা কাড়াচ্ছেন (সুতা টানা) রঞ্জু প্রামাণিক ও বিউটি বেগম দম্পতি। ছবি: সোয়েল রানা
তানা কাড়াচ্ছেন (সুতা টানা) রঞ্জু প্রামাণিক ও বিউটি বেগম দম্পতি। ছবি: সোয়েল রানা
তানা কাড়ানোর সময় সুতা ছিঁড়ে গেছে। সেগুলো জোড়া লাগাচ্ছেন জবে বেগম। ছবি: সোয়েল রানা
তানা কাড়ানোর সময় সুতা ছিঁড়ে গেছে। সেগুলো জোড়া লাগাচ্ছেন জবে বেগম। ছবি: সোয়েল রানা
ড্রাম থেকে আঁচে সুতা প্যাঁচানো হচ্ছে। ছবি: সোয়েল রানা
ড্রাম থেকে আঁচে সুতা প্যাঁচানো হচ্ছে। ছবি: সোয়েল রানা
চাদর বোনার কাজ করছেন এক নারী। ছবি: সোয়েল রানা
চাদর বোনার কাজ করছেন এক নারী। ছবি: সোয়েল রানা
তাঁতে কাজ করছেন এক ব্যক্তি। ছবি: সোয়েল রানা
তাঁতে কাজ করছেন এক ব্যক্তি। ছবি: সোয়েল রানা