শেওড়াপাড়ায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর শেওড়াপাড়া এলাকায় বেতনের দাবিতে দুই ঘণ্টার বেশি সড়ক অবরোধ করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে শেওড়াপাড়া এলাকার আলফা নিটিং গার্মেন্টসের শ্রমিকেরা রোকেয়া সরণি অবরোধ করেন। পুলিশের হস্তক্ষেপে তাঁরা সাড়ে বেলা ১১টার দিকে সরে যান।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) লতিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বকেয়া বেতনের দাবিতে আলফা নিটিং গার্মেন্টসের শ্রমিকেরা শেওড়াপাড়ার প্রধান সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তাঁরা সড়কটি অবরোধ করেন। এ সময় ওই সড়কে যানজট দেখা দেয়। পরে শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হয়। বোঝানোর পর তাঁরা সেখান থেকে সরে যান। এ ব্যাপারে আলফা নিটিংয়ের মালিকপক্ষকে আলোচনার জন্য সংবাদ দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে একটি সমাধানে আসার চেষ্টা চলছে।