সংক্ষেপে সারা দেশ

মতবিনিময় সভাপটুয়াখালীর কলাপাড়ায় ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে বরগুনার আমতলী উপজেলার নুরজাহান ক্লাব মাঠে গতকাল সোমবার একটি মতবিনিময় সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক চিপ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শাহাজাহান মিয়া, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ, বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও বরগুনা-২ আসনের সাংসদ গোলাম সবুর।  আমতলী (বরগুনা) প্রতিনিধিদুজন গ্রেপ্তারনাটোরের রাজবাড়ি চত্বর থেকে গতকাল সোমবার দুপুরে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজবাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. শফিউল্লাহ জানান, গতকাল মেহেরপুর থেকে বনভোজনে আসা কিছু লোকের কাছে দুর্বৃত্তরা চাঁদা দাবি করে। তবে চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে পাইপগান থেকে গুলি ছোড়ে। এতে কেউ আহত হয়নি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করলে পাইপগান, গুলিসহ লিটন শেখ (২২) ও ফরহাদ হোসেন (২৬) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।  নাটোর প্রতিনিধি মানববন্ধনসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল সোমবার নোয়াখালীর হাতিয়া প্রেসক্লাবের সাংবাদিকেরা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছেন। এ সময় সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সাংবাদিক দম্পতি খুন হওয়ার ১২ দিন পরও খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন।  হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিকর্মশালাস্বাস্থ্য মন্ত্রণালয়ের ন্যাশনাল রিসোর্স আর্সেনিক প্রোগ্রামের আওতায় কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার একটি কর্মশালা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রকল্পের সহকারী সুধিব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূঁইয়া ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।  নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি