সংঘর্ষের পর পটিয়ায় দুই প্রার্থীকে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

পটিয়া পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীকে সেখান থেকে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও অগ্নিসংযোগের পর তাঁদের নিজেদের হেফাজতে নেয় তারা। সেখানে এখন পরিস্থিতি শান্ত।

আজ রোববার চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় নির্বাচন হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়ার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল ও আবদুল মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

সেখানে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং কেন্দ্রের পাশের একটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

কেন্দ্রে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নেয়।

পটিয়া পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে
ছবি: প্রথম আলো

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়িতে দুপুর সাড়ে ১২টায় সরওয়ার কামাল ও আবদুল মান্নানকে নিয়ে যাওয়া হয়। তবে এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সংবাদমাধ্যমে আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানানো হয়নি।

দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরিস্থিত এখন শান্ত। তবে থমথমে অবস্থা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।