সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই আজ বুধবার বসছে একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন। আজ বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হবে। আগামীকাল বৃহস্পতিবার সংসদে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সংসদ সচিবালয় সূত্র জানায়, কোভিড-১৯–এর সংক্রমণ ঠেকাতে বাজেট অধিবেশন ঘিরে থাকছে বিশেষ ব্যবস্থা। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। তবে এবার অধিবেশন হবে ১২-১৫ কার্যদিবসের। অধিবেশন কক্ষে যাতে দূরত্ব নিশ্চিত করা যায়, এ জন্য ৩৫০ জন সাংসদের সবাই সব দিন উপস্থিত হবেন না। শারীরিকভাবে অসুস্থ এবং বয়স্ক সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হচ্ছে। এবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বও থাকছে না। সংসদ ভবনে দর্শনার্থী ও গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সংসদ নেতার আসনের আশপাশের কয়েকটি আসন ফাঁকা রাখার ব্যবস্থা করা হতে পারে।

আজ অধিবেশন শুরুর পর অধ্যাদেশ উত্থাপন করা হবে। পরে ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা ও তা গ্রহণের পর বৈঠক মুলতবি করা হবে। আগামীকাল বেলা তিনটায় অধিবেশন বসবে।