সদরঘাটে নৌকাডুবি, উদ্ধার আরও চার মরদেহ, নিখোঁজ ১

মেয়ে সাহিদা ও দুই নাতনিকে হারিয়ে আহাজারি করছেন লতা বেগম ও  আবদুর রশিদ। গত বৃহস্পতিবার রাতে সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে শনিবার দুপুর পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছেন নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ৯ মার্চ। ছবি: দীপু মালাকার
মেয়ে সাহিদা ও দুই নাতনিকে হারিয়ে আহাজারি করছেন লতা বেগম ও আবদুর রশিদ। গত বৃহস্পতিবার রাতে সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে শনিবার দুপুর পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছেন নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ৯ মার্চ। ছবি: দীপু মালাকার

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে আজ শনিবার দুপুর পর্যন্ত চারটি এবং গতকাল একটি লাশ উদ্ধার হয়। এখনো নিখোঁজ রয়েছেন শাহীদা বেগম (৩২) নামের এক নারী।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর সদরঘাট টার্মিনাল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে  । তাতে একই পরিবারের সাত সদস্য নিখোঁজ হন। ঘটনার পরপরই আহত অবস্থায় উদ্ধার করা হয় একজনকে

আজ যাঁদের মরদেহ উদ্ধার হয়েছে তাঁরা হলেন, দেলোয়ার হোসেন (২৮), তাঁর সাত মাস বয়সী ছেলে জোনায়েদ, আহত শাহজালালের দুই সন্তান মিম (৮) ও মাহি (৬)। আজ সকাল সাড়ে ৬টা থেকে বেলা ১১টার মধ্যে ফায়ার সার্ভিস, নৌপুলিশ রাজধানীর বাদামতলী ঘাট এলাকায় ভেসে ওঠা এসব লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার দুপুরে উদ্ধার হয় জামসেদার মরদেহ

সদরঘাট লঞ্চ টার্মিনালে উদ্ধার অভিযান চালাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার রাতে সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে শনিবার দুপুর পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।  ঢাকা, ৯ মার্চ। ছবি: দীপু মালাকার
সদরঘাট লঞ্চ টার্মিনালে উদ্ধার অভিযান চালাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার রাতে সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে শনিবার দুপুর পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ঢাকা, ৯ মার্চ। ছবি: দীপু মালাকার

মারা যাওয়া দেলোয়ারের চাচাতো ভাই মো. সোহেল বলেন, ‘আমার ভাই ও ভাতিজার লাশ নিয়ে আজই গ্রামের বাড়ি শরীয়তপুরের উদ্দেশে রওনা দেব। তিন দিন হলো আজও আমার আরেক আত্মীয় শাহিদার খোঁজ পেলাম না। জানি না তার ভাগ্যে কি ঘটেছে।’

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, আজ উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজ শাহিদার খোঁজে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।