সব উপজেলায় আইসিটি অবকাঠামো হবে

দেশের সব উপজেলায় আইসিটি অবকাঠামো নির্মাণ করতে স্থানীয় সরকার বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম (বাঁ থেকে দ্বিতীয়) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ (বাঁ থেকে তৃতীয়)। ঢাকা, ২৭ ডিসেম্বর
ছবি: পিআইডি

স্থানীয় সরকার বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) উদ্যোগে দেশের সব উপজেলায় আইসিটি অবকাঠামো নির্মাণ করবে সরকার। আজ রোববার স্থানীয় সরকার বিভাগের কার্যালয়ে দুই বিভাগের মধ্যে এ–সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

দেশের সব উপজেলা পরিষদে নবনির্মিত কমপ্লেক্স ভবন সম্প্রসারণ করে পঞ্চম বা ষষ্ঠ তলায় চার হাজার বর্গফুট ফ্লোর এরিয়া ব্যবহার করে আইসিটি অবকাঠামো নির্মাণ করা হবে। দেশের সব উপজেলায় নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্সে আইসিটি অবকাঠামো নির্মাণে ‘স্ট্যাবলিশিং ডিজিটাল কানেকটিভিটি’ প্রকল্প চালু করা হয়েছে।

এই প্রকল্পের আওতায় উপজেলাগুলোতে নেটওয়ার্ক সুইচরুম, উপজেলার নেটওয়ার্ক, অপারেশন সেন্টার, উপজেলায় আইসিটি সার্ভিস ডেস্ক, উপজেলায় সিটির ট্রেনিং ল্যাব ও অফিস স্থাপনের জন্য একটি করে আইসিটি অবকাঠামো ও অফিস স্থাপন করা হবে।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, বর্তমান সময়ে তথ্য ও প্রযুক্তির সুফল অর্থনীতির চালিকাশক্তি হিসেবে পরিণত হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এই খাতে বাংলাদেশের অনেক সম্ভাবনা রয়েছে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ সুবিধা পেতে এবং লক্ষ্যমাত্রা ২০২১, ২০৩০ ও ২০৪১-এ পৌঁছাতে হলে সরকারের সব সংস্থাকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি জানান, একসঙ্গে কাজ করার উদাহরণ হিসেবে আইসিটি বিভাগের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের এই চুক্তি নতুন দিগন্তের উন্মোচন করল।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, বর্তমানে ডিজিটাল বাংলাদেশের কল্যাণে সরকারের সব সেবা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। সরকার কর্তৃক নির্মিত একটি অবকাঠামোতে দুটি মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করা যুগান্তকারী পদক্ষেপ।

স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সমঝোতা স্মারক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমসহ স্থানীয় সরকার বিভাগ ও আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।