সর্বোচ্চ মহলের আশ্রয়ে হলমার্ক কেলেঙ্কারি ঘটেছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, কয়েকজন কর্মকর্তা বা পরিচালক নয়, সরকারের সর্বোচ্চ মহলের আশ্রয়ে হলমার্ক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে।গতকাল শনিবার এক গোলটেবিল আলোচনায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন। তিনি বলেন, হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ এই সরকারের ঘনিষ্ঠ, তাই তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না।এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) রাজধানীর একটি হোটেলে ‘হলমার্ক কেলেঙ্কারিসহ ব্যাংকিং খাতে চলমান দুর্নীতি ও অব্যবস্থাপনা’ শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করে।মূল প্রবন্ধ পড়েন অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ।আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ আলমগীরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মাহবুব উল্লাহ অর্থনীতিবিদ আবু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সাবেক পরিচালক শামসুল হক, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির প্রমুখ আলোচনায় অংশ নেন।