সলিহর সঙ্গে মোমেনের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বুধবার বিকেলে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সৌজন্য সাক্ষাৎ করেন
ছবি: মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের টুইটার

ঢাকা সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সলিহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মোমেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ উভয় দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সৌজন্য সাক্ষাৎ নিয়ে ব্রিফিং হওয়ার কথা রয়েছে।

সংবাদ সংস্থা বাসস জানায়, তিন দিনের সফরের প্রথম দিন সলিহ আজ বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে তিনি বক্তব্য দেবেন। এ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে অংশ নিতে প্রথম বিশ্বনেতা হিসেবে আজ সকালে ঢাকায় আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট। এ দুটি উপলক্ষ উদযাপনে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা আজ জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হচ্ছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট সলিহকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজ আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিমানবন্দরে মালদ্বীপের প্রেসিডেন্টকে স্বাগত জানান।

বিমানবন্দরে সলিহকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। তিন বাহিনীর সুসজ্জিত একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। সলিহর সফর উপলক্ষে বিমানবন্দর এলাকা বর্ণিল সাজে সাজানো হয়।

বিমানবন্দর থেকে সলিহ সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান। তিনি মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিসৌধে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ ছাড়া স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বকুলগাছের চারা রোপণ করেন।

পরে সলিহ রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সলিহর দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে। এদিন সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সলিহ বৈঠক করবেন। পরে তাঁর সম্মানে বঙ্গভবনে একটি রাষ্ট্রীয় ভোজে যোগ দেবেন তিনি। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। সফর শেষে এদিন রাতেই দেশে ফিরে যাবেন মালদ্বীপের প্রেসিডেন্ট।