সহিংসতা ও ঘৃণা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকতে হবে: যুক্তরাষ্ট্র

বাংলাদেশে যে কোনো ধর্ম বিশ্বাসের মানুষের প্রতি লক্ষ করে যে কোনো ধরনের সহিংসতা ও পরিকল্পিত ঘৃণা প্রতিরোধে সবাইকে অবিচল থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশে সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাসের দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, যেসব পরিবার সাম্প্রতিক ধর্মীয় সহিংসতার শিকার হয়েছে, তাদের প্রতি আমরা সমবেদনা জানাই। নির্দিষ্ট লক্ষে পরিণত করে হামলা এবং পরিকল্পিত ঘৃণা প্রতিরোধ করার ক্ষেত্রে সবাইকে অবিচল থাকতে হবে।

বাংলাদেশের সব ধর্মবিশ্বাসের মানুষকে বৈচিত্র্য, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানানোর পাশাপাশি তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।