সহিংসতার মামলায় হেফাজত নেতা নাছির উদ্দিন গ্রেপ্তার

প্রতীকী ছবি

চট্টগ্রামে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলে হাটহাজারী সদর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক আজ বিকেলে প্রথম আলোকে বলেন, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় হওয়া বেশির ভাগ মামলার আসামি নাছির উদ্দিন। এ ছাড়া হেফাজতের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলার আসামিও তিনি। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাছিরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে।

গত ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। এ সময় হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলোতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় সাড়ে চার হাজারজনকে আসামি করে হাটহাজারী থানায় ১০টি মামলা করে পুলিশ। এতে জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। ১০ মামলায় এ পর্যন্ত ৮৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।