সাংবাদিক মাহবুবুলের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সাংবাদিক মাহবুবুল আলমের বিরুদ্ধে চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ১২ মার্চ পুরান ঢাকার হোসেনি দালান এলাকার বাসিন্দা আশিকুর রহমান বাদী হয়ে ওই মামলা করেন।

মামলার এজাহারে আশিকুর বলেন, শুদ্ধ সত্য নামের ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য ভিডিও প্রকাশ ও প্রচার করেছেন মাহবুবুল। এতে মাননীয় প্রধানমন্ত্রীসহ, রাষ্ট্রীয় শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কুৎসা রটনা ও রাষ্ট্রীয় সংস্থাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। ওই ভিডিওগুলো মিথ্যা, বানোয়াট, কল্পকাহিনিভিত্তিক এবং অপরাজনীতি চর্চার ধৃষ্টতা।

মাহবুবুল আলমের বিরুদ্ধে অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ করে ইউটিউবে আক্রমণাত্মক, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। মাহবুবুল এসব ভিডিও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে প্রচার করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

একটি বেসরকারি টেলিভিশনের সাবেক প্রতিবেদক মাহবুবুল। সম্প্রতি সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজে প্রকাশিত একটি সংবাদ তিনি তাঁর ইউটিউব চ্যানেলে প্রচার করেন। সংবাদটি ছিল ডাক বিভাগের মোবাইল মানি ট্রান্সফার সেবা ‘নগদ’ বিষয়ে।