সাংবাদিক মিজানকে হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি

সাংবাদিক এবিএম মিজানুর রহমানকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন। বৃহস্পতিবার পাথরঘাটা প্রেসক্লাবের সামনের সড়কে। ছবি: প্রথম আলো
সাংবাদিক এবিএম মিজানুর রহমানকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন। বৃহস্পতিবার পাথরঘাটা প্রেসক্লাবের সামনের সড়কে। ছবি: প্রথম আলো

হত্যা মামলায় প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমানকে আসামি করার প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন হয়েছে। পাথরঘাটা প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি শুরু হয়।

মানববন্ধনে আইনজীবী ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মজিবুর রহমান, পাথরঘাটার স্বেচ্ছাসেবী সংগঠন 'প্রত্যয়' এর সভাপতি মেহেদী সিকদারসহ সচেতন নাগরিকেরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি। বক্তব্য দেন পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সাংবাদিক, আমিন সোহেল, অমল তালুকদার ও জাকির হোসেন খান প্রমুখ।

বক্তারা তাপস হত্যা মামলায় মিজানকে আসামি করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন এবং অবিলম্বে মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ করেন।

সাংবাদিক ইমাম হোসেন বলেন, ‘হয়রানিমূলক মিথ্যা মামলায় সাংবাদিক মিজানকে পরিকল্পিতভাবে আসামি করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। আমরা অনতিবিলম্বে হত্যা মামলা থেকে মিজানের নাম প্রত্যাহারের জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে সারা দেশের সাংবাদিকদের নিরাপত্তা দাবি জানাই।’

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। পাশাপাশি সাংবাদিক মিজানসহ নিরপরাধ কেউ যেন এই মামলায় হয়রানির শিকার না হন, তা দেখার জন্য প্রশাসনের কাছে দাবি করছি’।

গত ২৪ মে পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে যুবলীগ কর্মী তাপস কুমার খুন হন। তিনি বাড়ি কালাইয়া ইউনিয়নের কালাইয়া গ্রামের বদু দাসের ছেলে। এ ঘটনায় ২৫ মে রাতে বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হককে হুকুমের আসামি করে ৩৫ জনের নামে মামলা করেন তাপসের বড় ভাই পঙ্কজ চন্দ্র দাস। মামলায় ২০ নম্বর আসামি করা হয় সাংবাদিক মিজানুর রহমানকে।