সাক্ষ্য দিলেন আরও দুজন

বিশ্বজিত্ দাস হত্যাকাণ্ড
বিশ্বজিত্ দাস হত্যাকাণ্ড

পুরান ঢাকার বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্কের সামনে দরজি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় গতকাল সোমবার আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। তাঁরা হলেন এ মামলার এজাহার গ্রহণকারী কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) আরাফাতুল হক খান ও কনস্টেবল কামাল হোসেন।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক তাঁদের সাক্ষ্য গ্রহণ করেন। আদালত ১৯ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেন। এ নিয়ে এই মামলায় আটজন সাক্ষ্য দিলেন।
গত ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে বাহাদুর শাহ পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা কুপিয়ে ও পিটিয়ে নিরীহ পথচারী বিশ্বজিৎ দাসকে হত্যা করেন। এই মামলায় ৫ মার্চ ছাত্রলীগের ২১ জন কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগপত্রভুক্ত ২১ জন আসামির মধ্যে আটজন কারাগারে এবং বাকিরা পলাতক রয়েছেন।