সাতক্ষীরায় লকডাউন বাড়ল আরও সাত দিন

লকডাউন
প্রতীকী ছবি

করোনা সংক্রমণের হার না কমায় সাতক্ষীরায় আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানো হয়েছে। আগামী ১ জুলাই রাত ১২টা পর্যন্ত চতুর্থ দফার লকডাউন চলবে। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ৫ জুন থেকে জেলায় লাগাতার লকডাউন চলছে।

সাতক্ষীরা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ন কবীরের সভাপতিত্বে ভার্চ্যুয়াল সভায় অংশ নেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ, সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাতক্ষীরা ৩৩ বিজিবি সহ–অধিনায়ক মেজর রেজা, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন সাফায়াত, সদর উপজেলা পরিষদ চেয়ারাম্যান আসাদুজ্জামান, আশাশুনির উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক, প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ প্রমুখ।

সভায় বলা হয়, সাতক্ষীরায় করোনা পরিস্থিতি অব্যাহত খারাপের দিকে যাওয়ায় ৩ জুন জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসন লকডাউন সফল করতে নানা ধরনের ব্যবস্থা নেয়। মানুষকে সচেতন করতে প্রচারপত্র বিলি ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার অভিযান চালানো হয়। সাতক্ষীরা শহরসহ উপজেলা সদরে রাস্তায় রাস্তায় পুলিশ ব্যারিকেড দেয়। তারপরও মানুষ সচেতন না হওয়ায় করোনা পরিস্থিতির উন্নতি হয়নি। বরং খারাপের দিকে যায়। পরবর্তী সময়ে লকডাউন দ্বিতীয় দফায় বাড়িয়ে ১৭ জুন পর্যন্ত করা হয়। এতে উন্নতি না হওয়ায় তৃতীয় দফায় লকডাউন বাড়িয়ে ২৪ জুন পর্যন্ত করা হয়। কিন্তু তাতেও উন্নতি হওয়ায় আজ সভায় ১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানো হয়।

পরিসংখ্যান অনুয়ায়ী দেখা যায়, ২৫-৩১ মে পর্যন্ত করোনা সংক্রমণের হার ছিল ৪১ দশমিক ১৩ শতাংশ। ১৩-১৯ জুন পর্যন্ত এক সপ্তাহের সংক্রমণের হার বেড়ে দাঁড়ায় ৫২ দশমিক ৪৫ শতাংশ। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা তিন সপ্তাহের ব্যবধানে ১৯ জন ও করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৮২ জন।

করোনা প্রতিরোধ কমিটির সভায় সবদিক থেকে বিবেচনা করে লকডাউন ২৫ জুন থেকে ১ জুলাই—সাত দিন বাড়ানো হয়েছে। এ সময় যাতে মানুষ লকডাউনের নিময় মেনে চলতে বাধ্য হয়, এ জন্য প্রশাসনের পক্ষ থেকে নানা ব্যবস্থা নেওয়া হবে বলে সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ন কবীর জানান।