সাবেক যুবলীগ নেতা সম্রাটকে দুদকের জিজ্ঞাসাবাদ

ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট
ছবি: সম্রাটের ফেসবুক পেজ থেকে

ক্যাসিনোকান্ডে আলোচিত যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁকে বৈধ আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ক্যাসিনো ব্যবসা সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়।

আজ মঙ্গলবার দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি দল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়ে সম্রাটকে জিজ্ঞাসাবাদ করে। বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত বছরের নভেম্বরে দুদক ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। মামলায় তাঁর বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে আজ তাঁকে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হয়।