সাবেক সাংসদের করোনা শনাক্ত, দেড় শ দোকানপাট-বসতবাড়ি লকডাউন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সাংসদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান সরকার করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে জানা যায়, তিনি করোনা ‘পজিটিভ’। বর্তমানে তিনি সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামের নিজ বাড়িতে অবস্থান করছেন। এ জন্য তাঁর গ্রামের বাড়িটিসহ আশপাশের কয়েকটি বসতবাড়ি ও বেলকা কলেজ মোড় এলাকার শতাধিক দোকানপাট আজ রোববার থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্ল্যাহ এ খবরের সত্যতা স্বীকার করেছেন। আজ সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, বেলকা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্ল্যাহ ও দায়িত্বরত পুলিশ কর্মকর্তা লোকজন নিয়ে বেলকা বাসস্ট্যান্ড থেকে চৌরাস্তা মোড় এবং সাবেক সাংসদ ওয়াহেদুজ্জামানের বসতবাড়ি পর্যন্ত ১৫০টি দোকানপাট, বসতবাড়ি ও প্রতিষ্ঠান লকডাউন করে লাল পতাকা ঝুলিয়ে দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

উপজেলা পরিষদ ও স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন থেকে ওয়াহেদুজ্জামান সরকার বেলকা কলেজ মোড় এলাকায় তাঁর নিজস্ব করাতকলের ব্যবসা চালিয়ে আসছিলেন। ১২ জুন তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তিনি সুস্থ হয়ে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামের নিজ বাড়িতে ফিরে আসেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে থাকাকালে তাঁর করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। গতকাল শনিবার সন্ধ্যায় পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তিনি করোনা ‘পজিটিভ’ শনাক্ত হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার জানান, বর্তমানে সাবেক সাংসদ ওয়াহেদুজ্জামান নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তাঁর সংস্পর্শে আসা সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে এবং ওই এলাকার দোকানপাট, বসতবাড়ি ও প্রতিষ্ঠান লকডাউন করা হয়েছে।