সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রাবি শিক্ষক সমিতির ক্ষোভ ও নিন্দা

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গত সোমবার ঢাকার শাহবাগে সমাবেশে স্লোগান দেন নারীরা
ফাইল ছবি: প্রথম আলো

সম্প্রতি দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। একই সঙ্গে এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তারা। শিক্ষক সমিতি বলেছে, আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। কিন্তু সম্প্রতি দেশে উগ্র মৌলবাদী গোষ্ঠীসহ স্বার্থান্বেষী গোষ্ঠী নানা সময়ে এ সহাবস্থান নষ্টের চেষ্টা করেছে।

বুধবার এক বিবৃতিতে শিক্ষক সমিতি এসব কথা বলে। এতে আরও বলা হয়, সনাতন ধর্মাবলম্বী মানুষেরা এ দেশেরই নাগরিক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁরাও কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন, অনেকে শহীদ হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক এসব সহিংসতার সূত্রপাত কীভাবে হলো, কীভাবে এর বিস্তার ঘটল, তা এখনো তদন্তাধীন বিষয়। কারা এসব ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত করে জানা না গেলেও এটা নিশ্চিত যে এ ঘটনা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। সহিংসতার শিকার এসব মানুষের জীবন এতে দুর্বিষহ হয়ে উঠেছে, নিজ দেশে তাঁরা পরবাসীর মতো বাস করতে বাধ্য হচ্ছেন, যা একটি স্বাধীন ও সার্বভৌম দেশে কখনোই কাম্য নয়।

কুমিল্লা, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া এসব সহিংসতার পেছনে জড়িত ব্যক্তিদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান শিক্ষক সমিতির নেতারা।