সাম্বার হরিণ পরিবারে নতুন অতিথি

চট্টগ্রাম চিড়িয়াখানায় দেশে বিলুপ্তপ্রায় সাম্বার হরিণ পরিবারে নতুন অতিথি এসেছেছবি: সংগৃহীত

চট্টগ্রাম চিড়িয়াখানায় দেশে বিলুপ্তপ্রায় সাম্বার হরিণ পরিবারে নতুন অতিথি এসেছে। রোববার বিকেলে একটি শাবকের জন্ম দিয়েছে সাম্বার হরিণটি। এ নিয়ে এখন এ পরিবারের সদস্য সংখ্যা হলো ৬। মা হরিণ ও শাবকটি সুস্থ রয়েছে।  

চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর শাহাদাত হোসেন বলেন, সাম্বার উপমহাদেশের সবচেয়ে বড় জাতের হরিণ। দেশে প্রায় বিলুপ্ত। এটির গর্ভধারণকাল ৭ থেকে ৮ মাস। প্রাপ্তবয়স্ক হয় তিন বছরে। বেঁচে থাকে ২০ থেকে ২৫ বছর। শাবক মায়ের দুধ পান করে ৬ মাস পর্যন্ত।

বর্তমানে চিড়িয়াখানায় ৬৬টি প্রজাতির ৬২০টি পশুপাখি আছে। বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় সাম্বার ছাড়া আরও দুই জাতের হরিণ রয়েছে। মায়া হরিণ রয়েছে চারটি এবং চিত্রা হরিণ আছে ২৭টি।