সাহায্যের আবেদন
মির্জা সাদিয়া তুত তায়বা
ছোট্ট শিশু মির্জা সাদিয়া তুত তায়বা। মাত্র তিন বছর বয়সেই লিভারের জটিল গ্লাইকোজেন স্টোরেজ রোগ ধরা পড়েছে তার। ভারতের কলকাতায় সল্ট লেকের অ্যাপোলো হাসপাতালে গত এপ্রিলে তাকে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, শিশুটির লিভার প্রতিস্থাপন করতে হবে। এতে খরচ হবে প্রায় ৬০ লাখ টাকা। মেয়েটির বাবা একজন ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী। মেয়েটির চিকিৎসা করতে গিয়ে এরই মধ্যে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন তার বাবা। লিভার প্রতিস্থাপন বাবদ বিপুল পরিমাণের ওই অর্থ তিনি আর জোগাড় করতে পারছেন না। এ অবস্থায় মেয়েটিকে বাঁচাতে সমাজের দানশীল ব্যক্তি ও দাতা প্রতিষ্ঠানগুলোর সহায়তা কামনা করেছেন বাবা মির্জা আইনুল হোসেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোসাম্মৎ সোনিয়া খানম, হিসাব নম্বর-১৬৯.১৫১.৫০৮৮৬, ডাচ্-বাংলা ব্যাংক, পাবনা সদর, পাবনা; অথবা মির্জা আইনুল হোসেন, হিসাব নম্বর-২১০.১৭০.৩৩৫.৭০০১, সিটি ব্যাংক, পাবনা সদর শাখা। বিজ্ঞপ্তি।