সিঙ্গাইরে দুস্থদের সহায়তার আলু-পেঁয়াজ নষ্ট

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় পঁচে নষ্ট হওয়া খাদ্যসামগ্রী সরিয়ে ফেলা হচ্ছে। ইউএনওর গাড়ির গ্যারেজের পাশে, ৮ জুন দুপুরে
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় চলমান করোনায় দুস্থ ও অসহায় মানুষের ত্রাণের প্যাকেটে রাখা আলু ও পেঁয়াজ পচে নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। সরকারি একটি গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে।

গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির গ্যারেজের পাশের একটি গুদামে রাখা ১০০ প্যাকেট বিভিন্ন ত্রাণসামগ্রীর মধ্যে ৯০ প্যাকেটে থাকা আলু ও পেঁয়াজ পচে গেছে। চাল–ডালও নষ্ট হওয়ার উপক্রম। অথচ ৩৩৩ নম্বরে ফোন দিয়েও অনেকে খাদ্যসহায়তা পাননি।

তবে আজ বুধবার রাতে ইউএনও রুনা লায়লা জানিয়েছেন, প্রচণ্ড গরমের কারণে খাদ্যসহায়তার ৩৩ প্যাকেটের বিভিন্ন খাদ্যপণ্যের মধ্যে শুধু আলু পচে যায়। পুনরায় ভালো আলু ওই সব প্যাকেটে দেওয়া হয়েছে।

সংস্থার তথ্য থেকে জানা গেছে, গত ৩ মে উপজেলার জন্য দুর্যোগকালীন জরুরি ত্রাণসহায়তায় এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই টাকায় ১০০ প্যাকেট বিভিন্ন ত্রাণসামগ্রী কিনে ইউএনওর গাড়ি রাখার গ্যারেজ–সংলগ্ন একটি কক্ষে গুদামজাত করে রাখা হয়। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ২ প্যাকেট সেমাই ছিল। ঈদের আগে ১০০ প্যাকেট খাদ্যসামগ্রীর মধ্যে মাত্র ১০ প্যাকেট বিতরণ করা হয়। বাকি ৯০ প্যাকেটে রাখা আলু ও পেঁয়াজ পচে নষ্ট হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এসব আলু ও পেঁয়াজ ফেলে দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্যসচিব এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু নাসের প্রথম আলোকে বলেন, জরুরি খাদ্যসহায়তা ইউএনওর তত্ত্বাবধানে রাখা হয়। এর সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। খাদ্যসহায়তা নষ্ট হওয়ার বিষয়টিও তাঁর জানা নেই।

এ ব্যাপারে ইউএনও রুনা লায়লা বলেন, জরুরি খাদ্যসহায়তার ১০০ প্যাকেটের মধ্যে ৫৭ প্যাকেটই বিতরণ করা হয়েছে। বাকি ৪৩ প্যাকেটে থাকা শুধু আলু গরমে পচে নষ্ট হয়ে যায়। গতকাল সেগুলো ফেলে দিয়ে নতুন করে আলু কিনে আবার প্যাকেট করা হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে ইউএনও রুনা লায়লা বলেন, ৩৩৩ নম্বরে অনেকে ফোন করে সহায়তা চান। তবে পরবর্তী সময়ে তাঁদের বাড়িতে গিয়ে দেখা যায়, সামর্থ্যবান হওয়ায় তাঁরা এসব খাদ্যসহায়তা পাওয়ার উপযুক্ত নন। অত্যন্ত আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে জরুরি খাদ্যসহায়তা কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান তিনি।